আমি একেবারেই নতুন ট্রেডার এখনো বেবী পিপস এ নার্সারী লেভেল এ আছি।
অনেকটা কৌতুহলী হয়েই ফরেক্স ট্রেড শুরু করি। অনলাইনে কিছু আয়ের আশা থেকেই বিভিন্ন সাইটে ইনভেষ্ট করা শুরু করি। পিটিসি তে অবশ্য কখনো ট্রাই করিনি। কারণ অনেকের কাছেই শুনতাম এটা বোরিং একটা জিনিস। অনলাইনে কিছু আয়ের আশা থেকেই ফরেক্স সর্ম্পকে খোজ খবর নিতে নিতে একসময় ফরেক্স ট্রেড এ ঢুকে গেলাম। কোন ট্রেনিং না নিয়ে মার্কেট এনালাইসিস, মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফরেক্সের ক-খ না জেনে ডেমো ট্রেড না করেই রেজিষ্ট্রেশন করে প্রথম দিনেই ১০০০ ডলার ইনভেষ্ট করে শুধু সামান্য বাই-সেল কিভাবে দিতে হয় তা জেনেই (১০ মিনিটের জন্য এক জন নতুন ফরেক্স শিখা লোকের সাহায্যে ) ট্রেড শুরু করি। ভাগ্য ভালো ছিল যে স্কালপিং (আমি যা করেছি তাকে যে স্কালপিং বলে তা এখন বুঝতেছি) করেই প্রথম দিন প্রফিট করলাম ১২০০ ডলার আমার মোট ইকুইটি হয় ২২০০ ডলার ২য় দিন। তার পর দিনেও লাভ লস করে ইকুইটি দাড়ায় ৩০০০ ডলার এ এভাবে এক সপ্তাহে লাগাতার ভাগ্য সহায় হবার কারণে ইকুইটি দাড়ায় ১২০০০ ডলার এ। আমি তো আনন্দে আত্নহারা ফরেক্স এতই সহজ? অল্পদিনেই তো কোটিপতি হয়ে যাব। (!) নিজের কাছে মানি ম্যানেজমেন্ট এর কোন ধারণাই ছিলোনা। আমার ইকুইটি হিসেবে কত তে ট্রেড করতে হবে তাও জানতামনা। আমি কয়েকদিন অবজার্ভ করে একটা জিনিসই বুঝেছিলাম মার্কেট যখন হঠাত করে অনেক উপরে উঠে তার পরই নিচের দিকে নামে তখন একটা সেল অর্ডার ১ লট এ দিলে ৩০০-৫০০ ডলার পর্যন্ত প্রফিট হয়। তেমনি অনেক নিচে নামলে একই ভাবে উপরে উঠে। (অবশ্য কয়েকটি ক্ষেত্রে তার ব্যতিক্রম ও ঘটেছিলো। যাক ১০০০ ডলার ১২০০০ ডলার হবার পর ট্রেড বন্ধ করে কিছু প্রফিট উইথড্র করার ডিশিশানটি নিতে পারিনি আমার ২টা অর্ডার ৩০০০ ডলার লস এ ছিলো তাই। খেয়াল করছিলাম যে মার্কেট উপরে উঠলে বাই অর্ডার গুলো ক্লোজ করেই উইথড্র দিবো। কিন্তু নিয়তির নির্মম পরিহাস। আমার ১২০০০ ডলার আমার নিজেরই খামখেয়ালীতে শেষ পর্যন্ত জিরো হয়ে যায়। কারণ যখন ৩০০০ ডলার লস ছিলো তখন সব ট্রেড ক্লোজ করে দিলেও ৯০০০ ডলার এর মত থাকতো কিন্তু ৩০০০ ডলার রিকোভার করতে গিয়ে আরো দুইটা অর্ডার দিয়ে আরো ২০০০ ডলার লস করলাম। মোট কথা শেষ পর্যন্ত ইকুইটি এসে দাড়ায় ৩৭০০ ডলার এ। তখনো ট্রেড ক্লোজ করে উইথড্র করলে ২৭০০ ডলার প্রফিট থাকতো নতুন করে ট্রেড শুরু করতে পারতাম। কিন্তু তখন একেবারেই নতুন তাই আমার রেফারার যে ছিলো তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আপনি এখন ট্রেড ক্লোজ করলে কিছুই পাবেননা। কিন্তু কথাটি একেবারেই ভুল ছিল। তিনি কেন আমাকে একথা বললেন বুঝতে পারলামনা। তিনি বললেন আজকে মার্কেট উঠে যাবে সুতরাং ট্রেড ধরে রাখেন রাতে ট্রেড চালু অবস্থায় থাকে আর আমার সে ১২০০০ ইকুইটি শেষ পর্যন্ত জিরো তে নামল।
এখন ট্রেড বন্ধ ডলার নাই তাই। তবে ডেমো করতেছি এবং বিভিন্ন ফরেক্স সাইট-ফোরামে ফরেক্স সর্ম্পকে ধারনা নিচ্ছি আবার নতুন ভাবে শুরু করব। তবে ১০০০ ডলার হারিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা হয়তো আমাকে সামনে এগিয়ে নেবার সহায় হবে।
আমার অভিজ্ঞতার আলোকে আমার যে ভুলগুলো হয়েছে তা হল---
১. সমম্পূর্ণ ঝুকিপূর্ণ ট্রেড করেছি আমি প্রথম থেকেই ১ লট থেকে ৩ লট পর্যন্ত ট্রেড করেছি ১০০০ ডলার এর ব্যালেন্স নিয়ে যা কখনো ঠিক নয়।
২. ভাগ্যের সহায়তায় যখন প্রচুর প্রফিট করেছি তখন তা উইথড্র দেয়াই বুদ্ধিমানের কাজ ছিল।
৩. লস রিকোভার করার চেষ্টা নতুন ট্রেডারদের জন্য বোকামী বরং লস রিকোভার না করে অই অবস্থায় ট্রেড ক্লোজ করে নতুন ভাবে শুরু করাই নতুনদের জন্য বুদ্ধিমানের কাজ।