ইদানিং FB এর group গুলির চেহারা আগের মত (2011,2012,2013) নাই। কেউ Analysis দেয়না, কেউ শেখায় না, কেউ কোন tools/robot শেয়ার করেনা, কেউ কোন tutorial শেয়ার করেনা। । করবে কেন, নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর কোন দরকার আছে কি? আমি FB এ যাদের নিকট অনেক সাহায্য পেয়েছি সেই সকল ভাইরা IB Holder দের জ্বালায় চুপ হয়ে গেছে। আমার ত মনেহয় পুরো কাজটা করা হয়েছে plan মাফিক। ফরেক্স যখন দ্রুত বেগে প্রসার হচ্ছে তখন ইচ্ছা করে কিছু ট্রেডারকে FB থেকে তাড়ানো হয়েছে।
নতুনরা যেই গ্রুপেই জয়েন করুক না কেন সবখানে Broker Advertising আর Broker Advertising. ফলে স্বাভাবিক ভাবেই তাদের কাছে TA, FA, SA, MM, strategy এই গুলোর আগে সবচাইতে বেশি important মনে হয় broker. তারা ভাবে ভাল একটা broker মানেই সব। কে কত % বোনাস দেয়, কে কত তারাতারি withdraw দেয়, কার customer service থেকে সু-মধুর মেয়েলি কণ্ঠ শোনা যায়, কে Deposit & Withdraw তে কম চার্জ কাটে, কে document কম নেয়, কে কি ভাবে regulated এই সব নিয়ে নতুনরা ব্যাস্ত !!!!
অন্যদিকে IB Holder বা Broker Representative না থাকলে দ্রুত এত নতুন trader তৈরি হতো না। IB Holder বা Broker Representative রাও বাংলাদেশে ফরেক্স প্রসার করতে গুরুতবপূর্ণ ভূমিকা রাখছে। তবে Broker Representative ভাইদের একটা কথাই বলব আপনারা ভাল করেই জানেন যে এসব অফার নতুনদের সর্বনাশ ছাড়া ভাল কিছু করে না। ফলে আজ হোক কাল হোক তারা ঝরে পড়বে আর বলবে ফরেক্স ভাল না scam. So try to develop your client skill.
নতুন trader ভাইদের বলব, broker facilities গুলি Forex এর জন্য আহামরি কিছু নয়। আপনি যদি profit ই করতে না পারেন তাহলে broker এর 100% বোনাস, instant withdraw, deposit-withdraw charge, Regulatory এ সব দিয়ে কি করবেন ? Try to learn Forex. তাই online বা offline যার কাছে যা পাবেন তাই শেখার চেষ্টা করুন। ফরেক্সে perfect বলে কোন system নাই। যত বেশি system জানবেন এবং যত বেশি সময় দিয়ে শিকবেন তত দক্ষ হবেন। এরপর একদিন নিজেই Warren Buffett এর মত জীবন্ত system হয়ে যাবেন। No shortcut way in Forex World.
Broker আপনাকে PROFIT করাবে না, ঐটা আপনাকেই করতে হবে।