ট্রেডিং এর সময় শুধুমাত্র ইন্ডিকেটরের উপর অন্ধভাবে নির্ভরশীল হয়ে থাকলে হবে না, নিজস্ব এনালাইসিস থাকা ভাল। আমি বিভিন্নভাবে এনালাইসিস করি, তবে এর মধ্যে সবচেয়ে সহজে আমাকে প্রাইস অ্যাকশন বুঝতে সাহায্য করে Support and Resistance। এখানে আমি বিশেষ ধরনের একটি Support and Resistance ইন্ডিকেটর ব্যাবহার করেছি। সাধারণত প্রাইস Support থেকে Resistance এর দিকে বা উল্টাভাবে যায়। কিন্তু সবচেয়ে ঝামেলা হয় যখন Support থেকে রওনা হয়ে Resistance যথেষ্ট দূরে থাকতেই আবার উল্টাদিকে ঘুরে যায়। এক্ষেত্রে অনেকেই দেখা যায় Resistance টার্গেট করে এন্ট্রি দেয় কিন্তু তার আগেই প্রাইস কমে যায়, ফলে লস করে। তখন মনে হয়, যেহেতু নিচের দিকে আসছে তার মানে এবার আর Support এ না এসে যাবে কোথায়। সব লস কড়ায় গণ্ডায় তুলে নেব বলে দেয় আগের চেয়ে বড় লটে সেল। দেখা যায় ১০/১৫ পিপ্স প্রাইস কমে আবার বেড়ে শেষ পর্যন্ত Resistance। লস আর লস :end:। অনেকেই তখন ফরেক্সকে গালাগালি দিতে শুরু করে।