আজ আপনাদের সবার সাথে একটা ছোটখাট ট্রেডিং স্ট্র্যটেজি নিয়ে আলোচনা করব। জানি না কার কতটুকু উপকারে আসবে। তবে যদি কেউ ডেমোতে টেস্ট করে এর রেজাল্ট দেখেন তবে আমার মনে হয় তাকে হতাশ হতে হবে না। আসল কথায় আসি। এই সিস্টেমটা ইনডিকেটর বেজড। তাই যাদের ইনডিকেটর সম্পর্কে এলার্জি আছে তারা ধুরে থাকতে পারেন।
এর জন্য এমটি৪ টার্মিনাল এর ডিফল্ট ইন্ডিকেটর স্টকেসটিক এবং বুলিঙ্গার বেন্ড এর কম্বাইন্ড ব্যবহার করতে হবে। মুলত ইউরো/ইউএসডি পেয়ারে ভাল রেজাল্ট পাওয়া যায়। প্রফিট খুব বেশি না মাত্র ত্রিশ থেকে চল্লিশ পিপস। কিন্তু এটা ফেইল হয় খুবই কম। টাইম ফ্রেম ১৫ মিনিট।
এন্ট্রি রুলস:-যখন প্রাইস বুলিঙ্গার বেন্ড ক্রস করে উপরে উঠে যাবে এবং স্টকেসটিক ওভার ব্রট জোনে থাকবে তখন সেল তার বিপরীতে বাই।
সতর্কতা:- ট্রেন্ড এর দিকে ট্রেড করবেন।