অবশ্যই। সফলতার পেছনে যেমন কোন সুনির্দিষ্ট কারন থাকে বিফলতার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। তাই প্রতিটা লস ট্রেডের পর ঠান্ডা মাথায় খুঁজতে হবে যে ভুল কোথায় ছিল। আর তা সংশোধন করা যাতে ওই ভুলের কারনে পরবর্তি লসটা না হয়। এভাবেই একজন ট্রেডার গড়ে ওঠে। আর এমন প্রসেসের মধ্যে দিয়ে না গেলে সে তার একাউন্ট বাচারে পারবে বলে আমি বিশ্বাস করিনা।