ফরেক্স ট্রেডিং এ একটি ব্যপার সবার জন্য প্রযোজ্য সেটা হলো লস। লস সবাই করেন। কেউ কম আর কেউ বেশী। লস কে ঠেকানো পদ্ধতি কেউ বের করতে পারেন নাই, তবে লস নিয়ন্ত্রন করা যায়। যদি আপনি চান তাহলে সত্যিই লসকে নিয়ন্ত্রন করা যায় আর তার একমাত্র হাতিয়ার হলো সঠিক মানিম্যানেজমেন্ট। আমি লস করার পর আমি এনালাইসিস করি কেন লসটা হলো এবং এর কারণ হিসেবে সব সময় দেখেছি আমার নিজের ভূলের কারনে লস করি। সুতরাং আমাকে আরও বেশী সাবধানী হতে হয় যখন ট্রেড এ এন্ট্রি নেই। আমাকে আরও বেশী ক্যালকুলেশন করতে হয় প্রতিটি এন্ট্রি নেওয়ার জন্য।