ফরেক্স ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করেন অভিজ্ঞ ইকোনমিস্টসরা। পূর্ববর্তী মাসের ডাটা নিয়ে ভবিষ্যতে মার্কেট মুভমেন্ট এর একটি ফোরকাস্ট প্রদান করা হয় এই কালেন্টারে। আপনার ব্যবহারের সুবিধার জন্য নিচের নিয়মগুলো ফলো করুন।
Current time এ GMT +6:00 সিলেক্ট করুন।
যে কারেন্সিতে ট্রেড করবেন শুধু সেই কারেন্সির নিউজ সিলেক্ট করার জন্য More অপশনে যান এবং ঐ কারেন্সি গুলোতে ঠিক দিন। প্রয়োজনে No Impact ও Low Impact ঠিক তুলে দিন।

যে ভাবে কারেন্সি Impact রিপোর্ট বুঝাবেনঃ
Previous: ফরেক্স ক্যালেন্ডারের প্রিভিয়াস কলাম লাস্ট রিলিস ডাটা প্রকাশ করে।
Consensus: ডাটা নির্দেশ করে ইকোনমিস্টসদের মার্কেট প্রিডিকশনে আজকের মার্কেট মুভমেন্ট বা মার্কেট ইম্পকেট রেইট কেমন।
Actual: এবং সর্বশেষ একচুয়াল ডাটা আপডেট করা হয়। নিউজ রিলিসের সাথে সাথে মুহূর্তের মধ্যে Consensus ভেলুর সাথে কম্পেয়ার করা হয়। তারপর উক্ত ডাটার পজেটিভনেস এবং নেগেটিভনেস বিচার করে কোন কারেন্সিকে কতটুকু ইম্পেক্ট করছে তা নিশিত করা হয়। এবং ফাইনালি ট্রেডাররা সেই ইকোনমিক ডাটা নিয়ে ট্রেডে প্রবেশ করে যার যার এনালাইসিস এবং অভিজ্ঞতা নিয়ে।