ডেমো এবং রিয়াল অ্যাকাউন্ট এর মধ্যে আমারা কেবল একটি পার্থক্য খুজে পাই আর তা হল আমারা ডেমোতে নকল ডিজিট ডলার দিয়ে ট্রেড করি আর আরেকটিতে আসল ডলার। একারনে দেখা যায় অনেকি ডেমো অ্যাকাউন্টকে তেমন গুরুত্ত সহকারে নেয়না শ্তরাং দেখা যায় যখন তারা রিয়াল অ্যাকাউন্ট এ ট্রেড করতে যায় তারা সামান্য লস করলেই ঘাবড়ে যায় এবং সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। তাই ডেমো অ্যাকাউন্ট কে রিয়াল অ্যাকাউন্ট এর মতই দেখুন এবং নিজের ট্রেডিং সাইকোলজি ডেভেলপ করুন।