আমি বিগত কয়েক মাস ধরে ফরেক্স ডেমো একাউন্ট ট্রাই করে আসছি। ডেমো একাউন্টে বেশ ভাল করছিলাম। কিন্তু যখন রিয়েল একাউন্ট খুলে কাজ শুরু করলাম তখন আমার শুধু লচ হচ্ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে ট্রেড করলে আমি সফল হব। বেশ কিছু ডলার লচ করে শান্ত হয়ে গেলাম। শুধু ভাবি আমি কি পারব ভাল ট্রেডার হতে? তবে ভাল ট্রেডার হতে গেলে কিছু কিছু নিয়ম কানন মেনে চলা উচিত। সে সব নিয়ম কাননের মধ্যে অন্যতম হলো-

১। ভাল ব্রোকার বেছে নেয়া।
২। ইনডিকেটর সহ সার্বিক দিক পর্যালোচনা করে ট্রেডে বাই/সেল করা।
৩। হঠাৎ না বুঝে বাই/সে না দেওয়া।
৪। ফরেক্স সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে কজে নামা।
৫। লোভ কন্টোল করা।
৬। বেশি লাভ করার ইচ্ছা মন থেকে মুছে ফেলা।
৭। ছোট ছোট ক্যান্ডেলে ট্রেড করা।


এছাড়াও অনেক নিয়ম কানন মেনে চলা। আপনাদের সাথে আছি, থাকব, আপনাদের নিকট হতে আরো নতুন নতুন অভিজ্ঞতার কথা জনাতে চাই। নিশ্চই আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি ভবিষ্যতে একজন ভাল ট্রেডার হতে চাই।

আমাকে আরো নিয়ম-কানন জানান যা আমার সামনের চলার পথের এবং ট্রেড করার ব্যাপারে সহায়ক হবে।