৪। এফওএমসি(ইউএসডি):- বাংলাদেশ সময় রাত বারোটায় (০০:০০) বছরে আটবার রিলিজ হয়। এর প্রভাবে মার্কেট ৬০-৪০০ পিপস পর্যন্ত চেন্জ হতে পারে।
৫। এডিপি(ইউএসডি):- Non Farm employment change. এটি প্রতি মাসের ২য় দিন রিলিজ হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬:১৫ মিনিটে । এটা ইউএসএর কৃষি এবং সরকারী চাকুরী বাদে অন্যসকল চাকুরীজীবিদের পরিবর্তনের হারকে নির্দেশ করে। িএর প্রভাবে মার্কেট ৫০-১৫০ পিপস পর্যন্ত পরিবর্তিত হতে পারে।