ফরেক্স এ কারেন্সি ক-রিলেশন খুবই গুরত্তপুরন একটি বিষয়, আমারা অনেকেই এটি সম্পর্কে অবগত নই অথবা এটি নিয়ে আমারা ততটা আলাপ করি না কিন্তু এটি মানি ম্যানেজমেন্ট ও স্টপ লস এর মতই একটি গুরত্তপুরন বিষয়। কারেন্সি কো- রিলেশন হল একটি পেয়ার এর সাথে আরেকটি পেয়ার এর শম্পক। যেমন- Euro/USD পেয়ার এর সাথে USD/CHF ৯০% কো- রিলেশন আছে মানে যখন যখন আমারা euro/usd পেয়ার এ up দেখি ঠিক সাথে সাথে usd/chf down হতে থাকে তার মানে এ দুটো পেয়ার মাঝে সম্পর্ক রয়েছে তাই ট্রেড করার সময় এ দুটি থেকে যে কোন একটি পেয়ার এ ট্রেড করাই ভাল। এভাবে আর বেশ কয়েকটি পেয়ার এ একেতির সাথে আরেকটির সম্পর্ক আছে।