‘মানি ম্যানেজমেন্ ‘-দু’শব্দের এ কথাটি ফরেক্স মার্কেটে অনেক বেশী গুরুত্বপূর্ন। এর নিয়ম কাননগুলো ভাল করে জানুন-তাহলে আপনি একজন সফল ফরেক্স ব্যবসায়ী হতে পারবেন। যেমন-
১। মাইক্রো একাউন্টে আপনার ২৫০ ডলার পুজি থাকলে আপনি ০.০১ লটের বেশী্ ট্রেড করবেন না।
২। সকল সময় স্টপ লসের মাধ্যমে ট্রেড করবেন। স্টপ লসের পরিমান কখনই বৃদ্ধি করবেন না। একই হারে নির্ধারিত রাখবেন।কেননা- কোন ট্রেডে আপনি লস করবেন সেটি জানেন না। তাই এক ট্রেডে লসের পরিমান বেশী হলে-আপনার ঝুকি এবং পুরস্কার অনুপাত ঠিক থাকবে না। এতে ঝুকি বাড়বে।
৩। স্টপ লস এত কম রাখবেন না যাতে করে আপনার ট্রেড মার্কেটের স্বাভাবিক উঠা-নামায় স্টপ লস কার্যকরী হয়।