লস ট্রেডের সংগে আরও ট্রেড কখনই যুক্ত করবেন না। একটি ট্রেড লসে গেলে -লস গ্রহন করার সহজ মানসিকতা তৈরী করতে হবে। কেউ কখনই ভাবে না সে ভূল করেছে। লসের পরও মনে হতে থাকে এখান থেকেই মার্কেট পক্ষে যাবে। তাই পুর্বের লস ট্রেডের দিকে সে আরও অর্ডার নিতে থাকে। এতে রিস্ক আরও বেড়ে যায়। অবশেষে বিশাল ক্ষতির মুখোমুখী হয়।