ফরেক্সে মানিম্যানেজমেন্ট যে গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি, কিন্তু তা উপলব্ধিকরার আগেই ৯৯% ভাগ ট্রেডার লাল সবুজের টার্মিনালের অতল সাগরে ডুবে যায়। এর জন্য দায়ি মার্কেট না বরং এর জন্য দায়ী আমরা নিজেই। অনেক গুরুকে দেখেছি ফরেক্স সম্পর্কে ইয়া বড় বড় আর্টিকেল লিখতে, অন্যদের উপদেশ দিতে কিন্তু ওনারা নিজেই মানিম্যানেজমেন্ট করে ট্রেড করে না। Myfxbox এর লিং চাইলে রিপ্লাই দেয় না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যখন আমি নতুন ফরেক্স ট্রেড শুরু করি আমার গুরু আমার ব্যালেঞ্চএর অনুপাতে লট সাইজ বলে দিত...কিন্তু আমি তা অনুসরণ করতাম না, ভাবতাম আমি ১০০ পিপ্সে নিব মাত্র ১০ ডলার আর অন্যরা ১০০ পিপ্সে নিবে ১০০ ডলার তা কেমনে হয়!!! পরিনাম লস আর লস ১মাস নয় ২মাস নয় পুরা ১৮টা মাস লস করি।।