বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী তিন বছরে বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আরও বাড়বে। এই তালিকায় রয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসূমহ, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারতসহ বেশ কিছু দেশ। তবে চীনের প্রবৃদ্ধি কিছুটা কমে স্থিতিশীল থাকবে।