বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। চলতি বছরে এই দেশটির প্রবৃদ্ধি ২ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আগামী বছরে দশমিক ১ শতাংশের বেশি বেড়ে প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৯ শতাংশ। পরের বছরে এই হার বেড়ে হবে ৩ শতাংশ। সর্বশেষ ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৯ শতাংশ।
আরেক বড় অর্থনীতি ব্রাজিলে এ বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৪ শতাংশ। ২০১৬ সালে গিয়ে তা বেড়ে দাঁড়াবে ৩ দশমিক ৭ শতাংশে।