আমরা যখন একটি ট্রেড এন্ট্রি করব তখন আমার সর্বপ্রথম দেখা উসিত মার্কেটের সাপোর্ট রেসিসট্যাঁন্স, এখানে দেখা উচিৎ মার্কেট একটি ভালো সাপোর্ট অথবা রেসিসট্যাঁন্স এ গিয়েছে কিনা। তারপর দেখা উচিৎ আমি যেই কারেন্সি নিয়ে ট্রেড করব সেটি অন্যান্য কারেন্সির সাথে কোন অবস্থানে আছে। এরপর দেখা উচিৎ যে এই কারেন্সিগুলোর নিউজ কেমন, কোনটি ভালো কোনটি খারাফ। তারপর দেখা উচিৎ যে আমি যেই কারেন্সি নিয়ে ট্রেড করব সেই দেশের অর্থনৈতিক অবস্থান কি অবস্থা। এসব যদি আমাকে ভালো ফলাফল দেয়, তাহলে একটি ট্রেড এন্ট্রি করা উচিৎ বলে আমি মনে করি। আর নাহলে না বুজে ট্রেড দিয়ে লস করবেননা। :ok: