ফরেক্স নিয়ে অনেক লিখালিখি করলাম। অনেক পড়াশুনা করলাম। অনেক এ্যানালাইসিস করলাম। মার্কেট নিয়েও অনেক ঘাটলাম। এখন একটু রিলাক্সের প্রয়োজন। আসুন এই ফাকে আমরা একটু চাপামেরে নি। কারন আমরা ফোরামে যারা আছি, তারা সবাই তো সফল তাই না! ফোরামের বিভিন্ন পোষ্ট পড়ে তো তাই বোঝা যায়। তাহলে এখানে সবাই সফল শুধু আমি বাদে। দেখি তাহলে পরীক্ষা করে। কে কে সফল। এই পোষ্টের মাধ্যমেই বোঝা যাবে যে, ফোরামে কতজন সফল ট্রেডার আছে। কেউই এড়িয়ে যাবেন না আমার এই পোষ্ট কে। এই পোষ্টের মাধ্যমে আমি প্রতি মাসে একটা জরিপ চালাতে চাই। আশা করি সবাই সবার কথা লিখবেন। প্রতি মাসের শেষ তারিখে একটা হিসেব প্রকাশ করা হবে যে, বাংলা ফোরামে কতজন সফল ও কতজন ব্যর্থ ট্রেডার আছে।

আমি আমার কথা দিয়েই শুরু করলাম:
ইনেক্সটাফরেক্স এ আমার বর্তমান ইনভেষ্ট: ২০০ ডলার, বোনাস ৬০ ডলার। সর্বমোট ব্যালেন্স ২৬০ ডলার। ০৫/০৯/২০১৫ তারিখ এর ব্যালেন্স ২৭০ ডলার।



:pআমি আশা করি এই পোষ্ট এ যে কয়টা ভিজিটর হবে সেই কয়টাই রিপ্লাই হবে।:p