আমরা সবাই ফরেক্স করি। ফরেক্স নিয়ে এ্যানালাইসিস করি। কিন্তু কখনো কি ভেবেদেখেছি কি ফরেক্স আসলে কি? ফরেক্স কি এটা কি কখনো জানার চেষ্ঠা করেছি। ফরেক্স হল অনেকটা শেয়ার মার্কেট এর মত। এটাও একটা শেয়ার মার্কেট। কিন্তু এটা আমাদের দেশের শেয়ার মার্কেট থেকে সম্পূর্ন ভিন্ন। ফরেক্স বা ফরেক্স মার্কেট হল বৈদেশিক মুদ্রা বা কারেন্সি ক্রয়-বিক্রয়ের মার্কেট। এই মার্কেটের মাধ্যমে আপনি একদেশের কারেন্সি ক্রয় করবেন এবং অন্য দেশের কারেন্সি বিক্রয় করবেন। এই ক্রয় / বিক্রয় করে আপনি যদি লাভ করতে পারেন তবেই আপনি মুনাফা অর্জন করতে পারবেন।