ফরেক্স মার্কেটে আমরা দেখে থাকি প্রতি মূহুর্তে মুদ্রার মূল্য পরিবর্তিত হচ্ছে । মুদ্রার মূল্যমান পরিবর্তিত হওয়ার মূল কারন হচ্ছে -

১। কেন্দ্রীয় ব্যাংক এর বিভিন্ন সিন্ধান্ত ।
২। জাতীয় অর্থনিতি যেমন - জিডিপি, ইনফ্লাশন, ডিফ্লাশন, ট্রেড ব্যালেন্স রিপোর্ট , জীবিকার রিপোর্ট ইত্যাদি বিষয় ।
৩। রাজনৈতিক অবস্থা - বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ।

এছাড়াও চাহিদা এবং যোগার এর ওপর ভিত্তি করে মুদ্রার মান প্রতি সেকেন্ডেই পরিবর্তন হয় ।