৫০ ইমএ হচ্ছে মুভিং এভারেজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা কোন কোন ক্ষেত্রে সাপোর্ট আবার কোন কোন ক্ষেত্রে রেসিসটেনস হিসেবে কাজ করে।৫০ ইমএ অবস্থান দেখে নিলে আপনার ট্রেড গুলা অনেক ভালো হবে। সবসময় দেখবেন মার্কেট ৫০ ইমএ লাইনে এসে আটকে যায়। মার্কেট তখন রেঞ্জিং হয়ে থাকে।

৫০ ইমএ এবং ২০০ ইমএ দিয়ে ট্রেডিং করার কিছু নিয়মঃ

১। ৫০ ইমএ লাইন উপরে এবং ২০০ ইমএ লাইন নিচে থাকলেঃ

ক। রেট যদি ৫০ইমএ ক্রস করে উপরে উঠে তবে টেকপ্রফিট হবে নেক্সট রেসিসটেনট বা সাপোর্ট লাইন। এবং এই ট্রেড অবশ্যই বাই হবে।

খ। রেট যদি ৫০ ইমএ ক্রস করে নিচে নামে তবে টেকপ্রফিট হবে ২০০ ইমএ লাইন।এবং এই ট্রেড হবে সেল।

২। ২০০ইমএ উপরে এবং ৫০ইমএ নিচে থাকলেঃ

ক। রেট যদি ৫০ ইমএর দিকে মোভ করে অর্থাৎ উপরের দিকে তবে টেকপ্রফিট হবে ৫০ ইমএ।এক্ষেত্রে টেকপ্রফিট ৫০ইমএ টার্গেট থেকে ৩ পিপ নিচে দিতে হবে।

খ।৫০ইমএ ব্রেক করলে টেকপ্রফিট হবে ২০০ ইমএ।

এগুলো মার্কেট এ নিয়মিত ঘটে থাকে।আপনি একটু মার্কেট ওয়াচ করলেই এগুলো দেখতে পারবেন। এই সিস্টেম আপনার ট্রেডিং সিস্টেমের সাথে যোগ করলে মার্কেট কোথায় যেতে পারে সে সম্পর্কে ধারনা পাবেন ।

কিছু কথাঃ যদি আপনি পারেন কোন কিছু রপ্ত করতে সেটাই আপনার কাজে লাগবে, আজ এই স্ট্রেটেজি কাল ওটা এই রকম ভাবে করলে একটা বাজে অভ্যাস পরিনত হয় আমাদের তাই এগুলা বাদ দিয়ে প্রাইস একশন বেজ ট্রেড শিখার এবং রপ্ত করতে চেষ্টা করুন।