আমরা আমাদের ট্রেডিং চার্টে প্রায়ই এই ডাবল টপ/ডাবল বটম অথবা ট্রিপল টপ/ট্রিপল বটম প্যাটার্ণ গুলো দেখতে পাই৷এই প্যাটার্ণগুলো বিভিন্ন সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলোতে তৈরি হয়ে থাকে৷এই প্যাটার্ণগুলো দেখে ট্রেডে এন্ট্রী করার একটা ভালো নির্দেশনা পাওয়া যায়৷এগুলোর নাম রিভার্সাল প্যাটার্ণ৷