ডাবল টপ প্যাটার্ন খুবই কমন একটা প্রাইস রিভারসাল প্যাটার্ন । ডাবল টপ প্যাটার্ন তখনই হয় যখন কারেন্সি আগের সুইং হাই প্রাইস লেভেল ব্রেক করতে পারে না ! এটা খুবই সহজ একটা প্যাটার্ন ।

এই প্যাটার্ন বুঝতে হলে মুলত তিনটি বিষয় দেখা হয়।

১। প্রাইস শর্ট টার্ম সুইং হাই তৈরি করবে।
২। তারপর এই প্রাইস লেভেল কিছুটা রিট্রেস করবে।
৩। এরপর প্রাইস আবার আগের সুইং হাই প্রাইস লেভেল পর্যন্ত যাবে।

অনেক সময় ডাবল টপ প্যাটার্ন তৈরি হয়ে আবার ট্রিপল টপ প্যাটার্নও তৈরি করে থাকে।

এখন এই ধরনের প্যাটার্ন কেন তৈরি হয় ?

সাধারণত ধারনা করা হয় মার্কেট প্রাইস তার মেমোরি অনুসরন করে। মার্কেট যখন আগের সাপোর্ট বা রেসিসটেন্স লেভেলে আসে তখন ট্রেডাররা ঐ লেভেলে বাই বা সেল দিতে শুরু করে । তখন আগের সুইং হাইয়ের কারনে যে সাপোর্ট বা রেসিসটেন্স লেভেল হয়েছে, মার্কেট আবার ঐ লেভেলে গিয়ে রিভার্স করে।সবার একটা ধারনা থাকে মার্কেট ঐ লেভেল থেকে রিভার্স করবে। তাই সবাই ঐ লেভেলে ট্রেড নেয়া শুরু করে।এই মেথড ভালই প্রফিট দেয় তবে মাঝে মাঝে যদি প্যাটার্ন ফেইল করে তখন ট্রেডারদের বেশ বিপদে পড়তে হয়। এই জন্য এ ধরনের প্যাটার্ন ব্যবহারের ক্ষেত্রে স্টপ লস ব্যাবহার করা হয়।