ফরেক্সে ট্রেড করতে হলে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে সেগুলো হলো স্ট্রাটেজি ও মানি ম্যানেজমেন্ট। অনেক নতূন ট্রেডার ও ফরেক্সে ঢুকে প্রফিট করতে পারে। কিন্তু কেন সে প্রফিট করতেছে তা নিজেও জানে না। এবং দুয়েকদিনের মধ্যে তার ব্যালান্স জিরো হয়ে যাবে কি না সেটাও সে জানে না। কিন্তু প্রফেশনাল ট্রেডাররা অবশ্যই বুঝতে পারেন যে কেন এই ট্রেড প্রফিট হয়েছে বা ঐ ট্রেড লস হয়েছে।
ধুম থ্রি মার্কা ট্রেড করে যেমন ধুমাধুম প্রফিট করা যায় তেমনি ব্যালান্স জিরো হতেও দেরি হয় না। তাই আপনি যদি ফান্ডামেন্টাল/টেকনিক্যাল ইত্যাদি না ও বুঝেন, তবুও আপনাকে প্রথমে দুটি বিষয় নির্ধারণ করে নিতে হবে।
১, মানি ম্যানেজমেন্ট। ২, স্ট্রাটেজি।
মানি ম্যানেজমেন্ট আপনার স্ট্রাটেজির উপর নির্ভর করে। আপনি কি একসাথে অনেকগুলো পেয়ারে ট্রেড করবেন, অথবা এক পেয়ারে অনেকগুলো ট্রেড গ্রিড স্টাইলে ওপেন করবেন। কত পিপস টার্গেট/রিস্ক নিবেন ইত্যাদি ইত্যাদি।
সর্বোত্তম মানি ম্যানেজমেন্ট হচ্ছে কখনও ব্যালেন্স এর দশ পার্সেন্ট এর বেশি রিস্ক না নেয়া। যেমনঃ
ধরে নিন আপনার ব্যালান্স আছে 1000 USD, এখন আপনি অনেকগুলো ট্রেড ওপেন করতে চান, তাহলে সব ট্রেড মিলিয়ে Equal রিস্ক যেন 100 ডলারের উপরে না যায়। কারণ একসাথে যদি এই 1000 ডলার থেকে 400/500 লস করে ফেলেন তাহলে আপনার মাথা গরম হয়ে যাবে। আর মাথা গরম হয়ে গেলে ব্যালেন্স জিরো করার আকমটা কখন যে করে বসবেন সেটা নিজেও টের পাবেন না।
আর যদি সিঙ্গল ট্রেড এর কথা বলি, যদি এরকম হয় যে আপনি একই সময়ে একটির বেশি ট্রেড ওপেন করবেন না। তাহলে 1000 ব্যালেন্স হলে এই এক ট্রেডে কখনও 100 এর বেশি রিস্ক নিবেন না।
আর একটা ট্রেড লস হয়ে গেলে পাগলের মত উল্টাপাল্টা ট্রেড শুরু করবেন না। লস করলে মাথা গরম হয়ে যায়। তাই কখনও লস করে ফেললে কম্পিউটার বন্ধ করে দিয়ে মনটাকে হালকা করে নিন।
উপরের নিয়মগুলো ফলো করতে হলে অবশ্যই স্টপলস ইউজ করতে হবে। স্টপলস ইউজ না করলে কিভাবে বুঝবেন যে আপনি 100 নাকি 1000 রিস্ক নিচ্ছেন।