আমরা অনেকেই অনেক ধরনের ডিফল্ট ইন্ডিকেটর দ্বারা সাহায্য নিয়ে ট্রেড বসিয়ে থাকি। আমরা এইটা জানি যে স্টকাস্টিক ০ থেকে ১০০ এর মধ্যে হয়ে থাকে যখন লাইন ৮০ ক্রস করে তখন আমরা সেল এর জন্য সিগনাল পাই আর লাইনবার যখন ২০ ক্রস করে তখন বাই এর জন্য সিগনাল পাই। এখন কথা হচ্ছে সেম ডিরেকশন তো আমরা আর এস আই দ্বারা পেয়ে থাকি যেমন ৭০ এর উপর গেলে সেল এবং ৩০ এর নিচে গেলে বাই। স্টকাস্টিক দিয়ে মানে এর দুই লাইন দ্বারা আমরা কি বুঝি যদি অভিজ্ঞ কেও জেনে থাকেন তাহলে জানালে ভাল হয়।