অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা ম্যালকম টার্নবুল।

মঙ্গলবার দেশটির রাজধানী ক্যানবেরার গভর্নমেন্ট হাউজে শপথ নেন ম্যালকম টার্নবুল। তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর জেনারেল স্যার পিটার কসগ্রোভ।

সোমবার লিবারেল পার্টির সংসদীয় দলের ভোটাভুটিতে ১০ ভোটের ব্যবধানে ম্যালকমের কাছে হেরে যাওয়ায় দলের পদ ও প্রধানমন্ত্রীত্ব হারান টনি অ্যাবোট।

হেরে যাওয়ার পর টনি অ্যাবট এক প্রতিক্রিয়ায় বলেন, 'এই অপসারণ সত্যিই কঠিন। তবে পরিস্থিতি সহজভাবে মেনে নেওয়ার প্রতিজ্ঞা করেছি আমি।'

এদিকে শপথ বাক্য পাঠের কয়েক মুহূর্ত আগে টনি অ্যাবটের সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, 'একজন অস্ট্রেলীয় হিসেবে এ সময়টা আমার কাছে সত্যিই উত্তেজনাকর।

'তিনি বলেন, 'আমি পরিপূর্ণভাবে আশা করছি আগামী সপ্তাহ ও মাসগুলোতে আমরা সেই ভিত্তিগুলোকে এগিয়ে নিতে পারবো যা আসছে বছর আমাদের সাফল্য নিশ্চিত করবে।'

তবে টার্নবুল প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেও চলতি সপ্তাহেই নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন না বলে ধারণা করা হচ্ছে।

২০১৩ সালের পর থেকে অস্ট্রেলিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হলেন ম্যালকম টার্নবুল।