অনেক ট্রেডার আছেন যারা অনেক সময় ট্রেডে থাকতে পারেন না, কিন্তু অপেক্ষায় থাকেন কখন প্রাইস আপনার টার্গেট লেভেল পোঁছায় ঠিক তখনি আপনি অর্ডারটি মেইক করতে চান। হ্যাঁ, তাদের জন্য একটি ইন্ডিকেটর শেয়ার করছি, যে ইনডিকেটরটি আপনাকে আপনার নির্দিষ্ট টার্গেট লেভেল প্রাইস পোঁছালে অটো সিগনাল দিবে এবং মেইল করবে আপনার ইমেল এড্রেসে।

প্রথমে ইনডিকেটর কি ইন্সটাল করে নিন। ডাউনলোডঃ PriceAlertemail.mq4

এই ইনডিকেটরটি আপনাকে টোটাল ৩টি প্রাইস সিগনাল দিবে।

বর্তমান মার্কেট প্রাইস লেভেলের উপরে কোন প্রাইস লেভেলে পোঁছালে - Green Line
বর্তমান মার্কেট প্রাইস লেভেলের নিচে কোন প্রাইস লেভেলে পোঁছালে - Red Line
এবং এক্সেট কোন প্রাইসে পোঁছালে - Yellow Line

সেই জন্য ইনডিকেটরটিকে এডিট করে Price Goes Above, Price Goes Below and Price is Exactly ভেলু গুলো আপনার পছন্দ মত প্রাইস টার্গেট লেভেল সেট করে দিবেন। যখনি মার্কেট প্রাইস লেভেল আপনার দেওয়া টারগেট প্রাইসে পোছাবে তখনি সিস্টেম সাউন্ড এলারট দিবে।

এর যদি বাসায় না থাকেন কিন্তু বাহির থেকে ইমেইল চেক করে প্রাইস জানতে চান তাহলে, আপনার MT4 > Tools menu > Options > Email আসুন। Enable করে,

SMTP Server for yahoo: smtp.mail.yahoo.com

SMTP Login: Your yahoo mail address.

SMTP server for gmail: smtp.gmail.com

সহ বাকি তথ্য গুলো সেট করে Test বাটনে ক্লিক করে, আপনার Terminal window এর Journal ট্যাবে আসুন। এখনে success রিপোর্ট দিলে, আপনার কাজ শেষ। এইবার MT4 এ না থাকলেও প্রাইস লেভেল আপনার মেইলে সিগনাল হয়ে চলে যাবে।