এটা খুবই সিম্পল একটা ফরেক্স স্ট্রাটেজি। একজন ট্রেডার জাস্ট এক সেকেন্ডের জন্য চার্ট দেখেই ট্রেডের প্লানের সিদ্ধান্ত নিতে পারেন এই স্ট্রাটেজির সাহায্যে। যে সকল ট্রেডাররা অন্য কাজে বিজি থাকেন এবং চার্ট লক্ষ রাখার সুযোগ পান কম তারা এটি ব্যবহার করতে পারেন। মূলত Bollinger Band ও দুটি ইএমএ ইন্ডিকেটর এর সমন্বয়ে ট্রেড করার একটি সিম্পল পদ্ধতি হচ্ছে সিম্পল কী ট্রেডিং স্ট্রাটেজি । এ দুটি ইন্ডিকেটর যখন পাশাপাশি ব্যবহার করা হয় তখন বেশ ভাল ফল দেয়! এই সিস্টেমটিকে বলা যায় সিম্পল ওয়েতে প্রফিট করার জন্য এক দারুন আবিস্কার।