ট্রেডিং স্ট্রাটেজি ওয়াকিং জম্বি সিস্টেম আপনার অ্যাকাউন্টকে নবজীবন দান করুন।

ফরেক্স ট্রেডিং টি এমন একটি কাজ যা চোখ কান খোলা রেখে অতি দক্ষতার সাথে করতে হয়। যুদ্ধের মাঠে কৌশলের অভাবে যেমন প্রতিপক্ষের আঘাতে প্রানহানির ভয় থাকে ঠিক একিভাবে, ফরেক্স ট্রেডিং করার ক্ষেত্রে উপযুক্ত কৌশল অবলম্ভন না করলে আপনিও হয়তবা লুজার হতে পারেন।

বিখ্যাত যোদ্ধা টিপু সুলতানকে যেমন তার তলোয়ার ভিন্ন আঙ্গিকে শৌর্যবীর্য এনে দিয়েছিল ঠিক আজকে আমার আলোচিত ফরেক্স ট্রেডিং করার স্ট্রাটেজিটি হয়তবা আপনার ট্রেডিংএর ক্ষেত্রে এনে দিতে পারে নতুন মাত্রা এমন কিছু আশা নিয়ে শুরু করছি আজকের ফরেক্স ট্রেডিং এর স্ট্রাটেজি অবলম্ভনের কৌশল

আমি এই সিস্টেমকে ওয়াকিং জম্বি সিস্টেম বলতাম, কারণ, এটা আমার মত এমন ফরেক্স ট্রেডারদের জন্য যাদের অ্যাকাউন্ট ব্যাল্যান্স প্রায় নেই বললেই চলে!! যাই হোক এখন আপনার অ্যাকাউন্ট নবজীবন দান করার সময়; এটা অনেকটা জম্বি (বা রোবট) খাওয়ার মত চিন্তা-ভাবনা বিবর্জিত ব্রেইন এর মত, কিন্তু এমন শিশুর জন্য নয় যে লস হলেই উন্মাদ হয়ে যায়।

শর্তাবলী

আমিও একজন নতুন ট্রেডার; আমি এ ব্যপারে দক্ষ কেউ নই। প্রধানত আমি অন্যান্য কিছু সিস্টেম থেকে কিছু ধারণা এখানে লিখে থাকি। আমি এখনও পুরো ট্রেডিং স্টাইল টি চেক করে দেখতে পারি নি, যদি অন্য কারও একই রকমের ধারণা থাকে এবং তিনি মনে করছেন যে আমি তার পরিকল্পনা নকল করেছি, তাহলে দয়া করে আমাকে সেটি জানান। আমি শুধুমাত্র আমার মত লুজিং বা পরাজিত ট্রেডারদের তাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে চাই।

পুনরায় বলছি, আমি এসব ধারণা জম্বি বা রোবট এর মত অন্যান্য সিস্টেম এর বিভিন্ন ইন্ডিকেটর যোগ করে তার ভাল দিকগুলোর সমন্বয় বাছাই করে পেয়েছি। যদি কেউ এমন মনে করেন যে আমি তার সিস্টেম সত্যিই কপি করেছি তাহলে আমাকে তা জানান। চলুন, এ ব্যপারে প্রফেশনালি কথা বলি।

এটা এমনকি সেসব মানুষের জন্যও ভাল যারা দিনে ৮ ঘণ্টা কাজ করেন এবং সবসময় স্ক্রিন এর সামনে থাকতে পারেন না।
তাহলে দেখুনঃ

টাইম ফ্রেমঃ ৪ ঘন্টা

ইন্ডিকেটর

৫ EMA (নীল ক্লোজ)

১০ EMA (লাল ক্লোজ)

২০ EMA (হালকা সবুজ ফোঁটা ফোঁটা ক্লোজ)

স্টক (১০, ৩, ৩)

আরএসআই (RSI) (৯)

জোড়াঃ এখন পর্যন্ত আমি শুধু এটাকে EUR/USD তে ব্যবহার করেছি। কিন্তু, আপনি নির্দ্বিধায় অন্য যে কোন জোড়াতে এটা ব্যবহার করতে পারেন; এবং তার ফলটা আমাদের জানান!

বাই (Buy) এর শর্তাবলী

৫ EMA (নীল) ১০ EMA(লাল) কে ক্রস করে তার উপরে থাকবে

প্রাইস অবশ্যই ২০ EMA এর উপরে থাকবে

স্টককে অবশ্যই ঊর্ধ্বমুখী হতে হবে, কিন্তু ওভারবট(Overbought) হওয়া যাবে না

আরএসআই (RSI) কে অবশ্যই ৫০ এর উপরে থাকতে হবে

ট্রেডিং স্টাইল
ট্রেডিং স্টাইল
সেল এর শর্তাবলী



এখানে ঠিক বিপরীত ঘটনা হবে

১০ EMA কে অবশ্যই ৫০ EMA ক্রস করতে হবে

প্রাইসকে অবশ্যই ২০ EMA এর নিচে থাকতে হবে

স্টক নিম্নমুখী হলেও ওভারসোল্ড হবে না

আরএসআই(RSI) অবশ্যই ৫০ এর নিচে থাকবে

এক্সিট এবং স্টপ- আসলে এ ব্যপারটি আপনার ট্রেডিং এর ধরণ এর উপর নির্ভর করে। আমি যেটা করি তা হল ৩০ পিপ স্টপ লস ব্যবহার করি এবং প্রতি ক্যান্ডল ওপেন হওয়ার সাথে স্টপ লস ঐ অনুপাতে মুভ করি।

আপনার ক্ষেত্রে এই সিস্টেম কেমন কাজ করে সেটা জানান।