কেন প্রাইস একশন কৌশল ব্যবহার করা প্রয়োজন
৩টি গুরুত্বপূর্ণ কারনে প্রাইস একশন ব্যবহার দরকার:
১।প্রাইস একশন দ্বারা সামস্টিকভাবে মানবিক আচড়নের প্রকাশ ঘটে । এ মানবিক আচড়ন মার্কেট এ বিভিন্ন প্যাটার্ণ গঠন করে।উক্ত প্যাটার্ণসমুহ পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এ কারনেই রেজিস্ট্যান্স লেভেল থেকে প্রাইস বাউন্স করে নীচে নামে এবং সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উর্দ্ধমূখী হয়।
২। প্রাইস একশন ফরেক্স মার্কেটে বিভিন্ন কাঠামো তৈরী করে। এ কাঠামোগুলো পর্যালোচনা করে মার্কেটের গতি সম্পর্কে ধারনা পাওয়া যায়। এ ধারনা শতভাগ সত্য না হলেননও ৬০ ভাগ হতে ৮০ ভাগ ক্ষেত্রে সত্য হয়।
৩। প্রাইস একশন মিথ্যা সংকেত হৃাস করে। stochastic অথবা CCI indicator এর মত অনেক ইন্ডিকেটর মিথ্যা সংকেত প্রদান করে।সেক্ষেত্রে প্রাইস একশন চার্টের ব্যবহার অনেক বেশী নির্ভরযোগ্য।

আসলে প্রাইস একশান হল এমন একটা সিস্টেম যেটাকে বলা হয় যেখানে সব সিস্টেম ফেইল করে সেখান থেকেই প্রাইস একশান এর শুরু। এই সিস্টেম যে ধরতে পারবে তার কাছে ফরেক্স এর হলি গ্রেইল আর খুজতে হবে না। কেননা এ্টাই হল একমাত্র সিস্টেম যার উপর চোখ বন্ধ করে নির্ভর করা যায়। শিখার চেষ্ট করছি কিন্তু এখনও আগামাথা ধরতে পারছি না।
ফরেক্স এ প্রাইস একশন অনেক গুরুত্ত,কারন প্রাইস একশন না বুজলে মার্কেট সম্পরকে ভাল ধারনা থাকে থাকবেনা।আমি মনে করি ফরেক্স এ প্রাইস একশন অনেক জুরুরি,ফরেক্স মার্কেট কি হছে খকন করলে ভাল হবে কখন করলে ভাল হবে না ঈত্যাদি সম্পরকে ধারনা থাকে।