আত্নবিশ্বাস থাকা ভালো কিন্ত অতি আত্নবিশ্বাস থাকা কখনো ভালো নয় । কারণ মনে রাখবেন অতি সবসময়ই ক্ষতি । ট্রেড করবেন ধৈর্য্যর সাথে এবং নিজের উপরে বিশ্বাস রাখার মাধ্যমে । তবে ট্রেডের সময় মার্কেট অবস্থা এবং এর গতিবিধিকে গুরুত্ব দিবেন । অনেক সময় হয় কি আমরা এসব কিছুকে পাত্তা না দিয়ে নিজেদেরকে অনেক বেশি সেরা মনে করে ট্রেড প্রদান করি কিন্ত তা বেশিরভাগ সময়ই বড় ধরনের লস নিয়ে আসতে পারে ।