আমরা সাধারনত ডিফল্ট ইন্ডিকেটর দ্বারা ট্রেড করে থাকি এখন আমরা ট্রেন্ড এর পাশাপাশি কয়েকটা ইন্ডিকেটর সাথে ইউজ করি যাতে ট্রেন্ড এর ডিরেকশন বুঝতে ভাল হয়। এখন (idx) অর এভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স এ আমরা ৩ টা লাইন দেখতে পাই রেড,ইউলো,এন্ড ব্ল এখন ৩ টা লাইন দ্বারা কি বুঝায় সেটা কোন অভিজ্ঞ ট্রেডার যদি এটা সম্পর্কে জানান তাহলে আমার মত নতুন ট্রেডারদের জন্য অনেক ভাল হবে।