বেশিরভাগ নতুন ট্র্রেডারের প্রশ্ন হল ট্রেড করতে কি লাগে ? ট্রেড করতে যা লাগে প্রধানত তা হল:
১. ইন্টারনেট কানেকশনসহ পিসি /ল্যাপটপ / এন্ড্রয়েড ফোন, ট্যাব ইত্যাদি ।
২. প্রাথমিকভাবে একটা ডেমো একাউন্ট ফরেক্স প্রেকটিসের জন্য ।
৩. মূলধন/ ক্যাপিটাল , যা আপনি নিজে থেকে ডিপোজিট করতে পারেন অথবা ফোরাম পোস্টিং এর মাধ্যমে সংগ্রহ করতে পারেন ।