যদিও ফানডামেন্টাল এনালিসিস জরুরি কিন্তু টেকনিকাল এনাসিস ও খুব জরুরি ট্রেড করার জন্য। এখানে আমরা লক্ষ করি মুদ্রার মধ্যে দুইটি মুদ্রার এক টি হয় লসের দিকে যায় আবার আরেক টা লাভ এর দিকে যায়। আবার যেকোনো সময় কোন মুদ্রা লস এর দিকে জেতে যেতে লাভ এর দিকে টার্ন নেয়। এইজন্য টেকনিক্যাল এনালিসিস ও বেশি জরুরি অন্যান্য এনালিসিস এর পাশাপাশি। নয় কি?