লিভারেজ বা মার্জিন বা লোন হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং পাওয়ার যার দ্বারা আপনি আপনার ডিপোজিটের সের্বোচ্চ কতগুন ইউনিট একইসাথে ক্রয় বিক্রয় করতে পারবেন তা বুঝায়। ধরুন আপনার ব্যালেন্স বা কেপিটাল হচ্ছে 500 ডলার। আপনি যদি 1:200 লিভারেজ ব্যবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ 200 গুন পর্যন্ত পাওয়ার দিবে। এখন এটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং , 100 ডরার দিয়ে 100x200=20000 ডলার ট্রেড করতে পারবেন।