মারজিন ট্রেড শব্দটা আমার কাছে নতুন কিছু মনে হল। বিষয় তা আরেক টু ব্যখ্যা করলে ভাল হয়। তবে টেক লস আর টেক প্রফিত দিয়ে হয়তো আমরা ট্রেড করতে পারি যা কিনা আমাদের লাভ লসের সেশ সিমা বা বর্ডার ও বলা যায় কিংবা প্যারামিটার ও বলতে পারি । যার মাধ্যমে নির্দিষ্ট পরিমান লাভ ও করতে পারি কিংবা লস করতে পারি। কিন্তু কোন একটা পোষ্টে আমি মারজিন ট্রেড শব্দটা দেখেছিলাম। কেহ কি ব্যখ্যা করবেন?