আমি অনেক দিন ফরেক্সের সাথে জড়িয়ে আছি । প্রথম প্রথম ভাবতাম ফরেক্স অনেক সহজ একটি ব্যবসা, তাই ভেবে কোন রুলস না মেনে অনেক ট্রেড করেছি, আর এভাবে অনেক লসই করেছি । আর এখন আমার মনে হচ্ছে ফরেক্সে ট্রেড করতে হলে কিছু রুলস মানা অবশ্যই উচিৎ আর সেগুলো হল, সুন্দর একটি স্ট্রাটেজি কন্টিনিউ মানতে হবে। শৃংখলামত ট্রেড করতে হবে। টার্মিনালে ডিফল্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। হাজারো সুযোগ আসুক নিজের ট্রাকেই থাকতে হবে। অবশ্যই লং টাইমফ্রেম ফলো করতে হবে। লটসাইজ সবসময় সমান রাখতে হবে। মেন্টালী দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। লোভমুক্ত থাকতে হবে। পরিবার , বন্ধুবান্ধব, সমাজকে সময় দিতে হবে। নিজেকে মনে করতে হবে আমি একজন স্মার্ট ব্যবসায়ী। আমি মনে করি কোন ট্রেডার যদি এই বিষয়গুলি সঠিকভাবে মেনে চলতে পারে তাহলে সফলতা একদিন ধরা দিবেই । :ok: