ফরেক্সে বেসিরভাগ ট্রেডার ট্রেডিং জন্য ইনডিকেটর ব্যবহার করে। বেশিরভাগ ইনডিকেটর ভুল সিগনাল দিয়ে থাকে। আবার মাঝে মাঝে ভাল সিগনালও দিয়ে থাকে। ফরেক্স ইনডিকেটর ব্যবহার করে প্রতি মাসেই প্রফিট করা সম্ভব হবে বলে মনে হয় না আমার। ইনডিকেটর কোন মাসে প্রচুর প্রফিট দেয়, কোন মাসে লস দেয়। বেশিরভাগ একাউন্ট লস হয় ভুলভাবে ইনডিকেটর ব্যবহার কারনে। আমদের মনে রাখতে হবে যে ইনডিকেটর হচ্ছে একটি অটোমেটিক সিস্টেম, কিন্তু ফরেক্স মার্কেট সবসময় বর্তমান অর্থনৈতিক বাস্তবতার উপর ভিত্তি করে চলে, আর এজন্যই ইনডিকেটর সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় । যারা ইনডিকেটর ব্যবহার করেন, তারা সিগনাল পাওয়ার পর ২-৩ বার অপেক্ষা করে এন্ট্রি নিতে পারেন। এতে অনেক বাজে ট্রেড থেকে মুক্ত হবে। লসের পরিমান কমে আশার সম্ভবনা থাকবে ।