আমার এক ভাইয়া কিছুদিন আগে মাত্র ৫০০ ডলার লস করে এসে আমাকে বলেছেন ফরেক্স করা মানেই লুজার হওয়া!! কিন্ত আশ্চর্যজনকভাবে তারও কিছুদিন আগে তিনি আমাকে বলেছিলেন যে ফরেক্সের মত লাভজনক ব্যবসা পৃথিবীতে নেই ( উল্লেখ্য তিনি তখন ফরেক্সে যথেষ্ট লাভ করেছিলেন) !
সম্মানিত ট্রেডার ভাইয়েরা, উক্ত ঘটনা কিন্ত সম্পূর্ণরুপে সত্য ৤ আপনারা শুধু একটু ভাবুন যে, যখন একজন ট্রেডার ফরেক্সে লাভ করে তখন ফরেক্স সম্পর্কে তার মন্তব্য হয় খুবই ইতিবাচক ৤ আর ঠিক সেই একই ব্যাক্তি যখন লস করেন তখন তার মন্তব্য আশ্চর্যজনকভাবে হয়ে যায় নেতিবাচক !
এবার আপনি নিজেই চিন্তা করুন ৫০০ ডলার লস করেই ফরেক্স খারাপ বলে কিন্ত এখানে ৫০০ ডলার লস করাটা কি আসলেই ফরেক্সের দোষ নাকি উক্ত ট্রেডারের দোষ?? প্রকৃত পক্ষে দোষটা হল সেই ট্রেডারের ফরেক্স করার সিস্টেমের উপর এবং আরো বিশদভাবে বলতে গেলে দোষটা হল সম্পূর্ণরুপে তার লোভের ৤ সে যদি ৫০০ ডলারের এই বিশাল ফান্ডকে যথার্থভাবে মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড করতেন তবে তিনি সেই ৫০০ ডলারকে ৫০০০ ডলারে পরিণত করা কোন ব্যাপারই নয় ৤:woo: