আমরা জানি ফরেক্স মার্কেটে ভিন্ন ভিন্ন জোনে ভিন্ন ভিন্ন সময়ে টাইম সেশন শুরু হয়। আরে এই টাইম সেশনের সময় মার্কেটের ভলিউম বা গতিবিধি অত্যন্ত বেশি হয়ে থাকে। এক্ষেত্রে পর্যাপ্ত প্রফিট কিংবা লস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা ফরেক্সে টাইম সেশনকে সাধারণত চারটি সেকশনে ভাগ করা হয়েছে-

১. লন্ডন টাইম সেশনঃ- এই টাইম সেশন সাধারণত ওপেন হয় দুপুর ২টায় থেকে এবং ক্লোজ হয় রাত ১০টায়।

২. নিউইয়র্ক টাইম সেশনঃ- এই টাইম সেশন সাধারণত ওপেন হয় সন্ধা ৬টায় থেকে এবং ক্লোজ হয় রাত ২টায়।

৩. সিডনি টাইম সেশনঃ- এই টাইম সেশন সাধারণত ওপেন হয় রাত ৩টায় থেকে এবং ক্লোজ হয় সকাল ১১টায়।

৪. টোকিও টাইম সেশনঃ- এই টাইম সেশন সাধারণত ওপেন হয় সকাল ৫টায় থেকে এবং ক্লোজ হয় দুপুর ১টায়।