একজন সফল ট্রেডারের অবশ্যই কিছু স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য থাকা দরকার। এই বৈশিষ্ট্যই সফল ও ব্যর্থ ট্রেডারদের আলাদা করে দিবে। সফল ট্রেডারদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো।

১। উচ্চাভিলাষী না হওয়া- মানে হলি গ্রেইল এর পিছনে না ছোটা
২। মানসিক দৃঢ়তা- মনের সাথে যুদ্ধ করে টিকে থাকা
৩। ধৈর্যশীলতা- সঠিক সময়ের জন্য অপেক্ষা করা
৪। স্বাতন্ত্র্যতা- নিজের ট্রেডিং সাইক্লোজি সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকা
৫। দূরদর্শীতা- নিজের ট্রেডিং কৌশল সম্পর্কে স্বচ্ছ ধারনা থাকা
৬। সহজে মানিয়ে নেয়ার প্রবনতা- মার্কেটের গতিবিধির সাথে তাল মিলিয়ে চলা ইত্যাদি।