নতুন ট্রেডারদের মাঝে অলয়েজ লোভ কাজ এবং আনরিয়েলেস্টি চিন্তা ভাবনা করে বেশী , কিন্তু পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডারদের মাঝে লোভ কাজ করে কম এবং তারা বাস্তববাদী চিন্তা করে বেশী। যেকারনে ট্রেড থেকে তাদের রিটার্ন ভালো আসে।
নতুন ট্রেডারগন ট্রেড নিয়ে চাপ অনুভব করে বেশী যেকারনে ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডাররা মার্কেট এর আচরনের সাথে অভ্যস্ত যেকারনে খুব একটা চাপ অনুভব করে না , ফলে ট্রেড নিয়ে ভুল সিদ্ধান্ত কম হয়।
নতুন ট্রেডারদের ধৈর্য কম এবং র*্যান্ডম ট্রেড করে, কিন্তু পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডাররা অনেকটাই ধৈর্যশীল।
নতুন ট্রেডাররা প্ল্যানহীন, লোভ এবং অনেক ক্ষেত্রে এন্ট্রি নিয়ে ভয়ের ও সম্মুখীন হয়। কিন্তু পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডার ট্রেড প্ল্যানের বাইরে যাবে না। মার্কেট কন্ডিশনের দীর্ঘ দিন কাটানোর হবে তাদের ভিতর লোভ এবং ভয় কম কাজ করে।
নতুন ট্রেডারদের মাঝে বেশীরভাগই দেখা যায় শেখার আগ্রহ কম থাকে কিংবা কিভাবে শুরু করবে সেটা বুঝে উঠতে পারে না। কিন্তু পুরোনো এবং অভিজ্ঞ ট্রেডার অলয়েজ মার্কেট এর সাথে আপডেট যেমন থাকে পাশাপাশি শেখার উপরেই থাকে।
নতুন ট্রেডাররা বেশীর ভাগই ট্রেড নিয়ে গ্যাম্বলিং করব ফেলে অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট এর ধার ধারে না।
কিন্তু অবিজ্ঞরা ট্রেড হ্যান্ডেল করে লাইক এ বিজনেসম্যান, কারন তারা বুঝে ইটস এ বিজনেস ।
নতুন ট্রেডাররা আশায় আশায় লট বড় করতে থাকে, কিন্তু অভিজ্ঞরা কেয়ারফুলি লট কন্ট্র করে।
নতুন ট্রেডারদের মুল উদ্দেশ্যই থাকে প্রফিটের, কিন্তু অভিজ্ঞ ট্রেডারদের মুল উদ্দেশ্যই থাকে রিস্ক ম্যানেজমেন্ট মেনে টিকে থাকা, কারন সে জানে রিস্ক ম্যানেজমেন্ট মেনে টিকে থাকলে প্রফিট আসবেই।
নতুন ট্ররডাররা কারো সাথে ট্রেড নিয়ে কথা বললে বা কেউ তাকে পরামর্শ দিলে কিছু শেখার চেয়ে সে তাকে সঠিক প্রমান করতে চায় অলয়েজ যদিও সে ভুলে আছে।
কিন্তু অভিজ্ঞ ট্রেডারগন নিজের ভুল স্বীকার করবে এবং নতুন কিছু শেখার চেষ্টা করবে।
নতুন ট্রেডারদের বেশীরভাগই লস করে ঝরে পরে কিন্তু এখান থেকে যারা টিকে এবং শিক্ষা নেয় এক সময় তারা অভিজ্ঞ এবং সফল ট্রেডার হয় এবং সফল হওয়া পর্যন্ত লেগে থাকে।
নতুন ট্রেডাররা গায়ের জামার মত একটার পর একটা সিস্টেম বা স্ট্রেটেজি বদলায় যে কারনে তারা অথেনটিক কোন স্ট্রেটেজি দার করাতে পারে না এজ এ রেজাল্ট তারা লসেই থাকে কিন্তু অভিজ্ঞ ট্রেডারগন একটা স্ট্রেটেজিকে বিভিন্ন উপায়ে ডেভেলপ করার উপর থাকে এবং পফিট পায়।
নতুন ট্রেডাররা ওপিনিয়ন বেইজ ট্রেড করে মানে অমুক ট্রেডার বাই মোডে আছে অতএব আমিও বাই মোডেই থাকবো। সে লস করলে আমিও করবো সমস্যা নাই।
কিন্তু অভিজ্ঞ ট্রেডাররা যুক্তির বাইরে ট্রেড নিবে না সেটা যদি জর্জ সরোস এর বিপরিতেও ট্রেড হয়।
নতুন ট্রেডাররা প্রিডিকশন নির্ভর ট্রেডার, অভিজ্ঞরা এনালাইসিস নির্ভর ট্রেডার।
নতুনরা টেকনিক্যাল ট্রেন্ড বুঝলেও ফান্ডামেন্টাল ট্রেন্ড বুঝে না। যে কারনে তারা কন্সটেন্ট প্রফিট পায় না।
অভিজ্ঞরা টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ট্রেন্ড দুইটাও ট্রেডে এক্সিকিউট করে। যেকারনে তারা কন্সটেন্ট প্রফিট করে।
নতুন ট্রেডাররা ইমোশনের বশবর্তী হয়ে ট্রেড করে , অভিজ্ঞরা সিস্টেমের বাইরে যায় না। ফলে তারা প্রফিটে থাকে।
নতুন ট্রেডারদের ট্রেড লসে চলে গেলে অস্থির হয়ে যায়, বুদ্ধিমত্তা দিয়ে সিচুয়েশান হ্যান্ডেল করতে পারে না, লস মেনে নিতে চায় না, এক সময় কন্ট্রোল এর বাইরে গিয়ে একাউন্ট জিরো করে ফেলে।
অভিজ্ঞ ট্রেডাররা এন্ট্রি লসে গেলেও সময়ে ধৈর্য ধরে এবং ভুল বুঝতে পারলে অল্প লসেই বের হয়ে যায় ।
সব শেষে নতুন ট্রেডারদের বলতে চাই নিজেকে যদি প্রফিটেবল এবং অভিজ্ঞ ট্রেডার হিসেবে দেখতে চান তাহলে উপরের গুন গুলো নিজের ভেতর আনেন, অভিজ্ঞদের সরনাপন্য হোন , তাদের থেকে অভিজ্ঞতা নিন।