বৈশ্বিক ব্যাংক ব্যবস্থাপনায় যুক্ত মেসেজিং নেটওয়ার্ক সুইফটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর লেনদেন রেকর্ড সর্বনিম্নে পৌঁছেছে। বৈশ্বিক এ আর্থিক পরিষেবা সংস্থার মার্চের লেনদেনের তথ্য থেকে পরিসংখ্যানটি পাওয়া গেছে। তবে এ সময় অন্যান্য প্রধান মুদ্রার ব্যবহার বেড়েছে। গত মাসে ইউরোপীয় একক মুদ্রা ইউরোর সঙ্গে জড়িত লেনদেনের পরিমাণ ছিল ২১ দশমিক ৯৩ শতাংশ, যা মাসিক ভিত্তিতে ১ দশমিক ৩২ শতাংশীয় পয়েন্ট কম।
গত এক বছরে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ইউরোর হিস্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। ২০২৩ সালের জানুয়ারিতে এ মুদ্রায় নিষ্পত্তি দাঁড়িয়েছিল ৩৭ দশমিক ৮৮ শতাংশ। তবে বছর শেষে ডিসেম্বরের পরিসংখ্যানে দেখা যায়, ২২ দশমিক ৪১ শতাংশে নেমে এসেছে।

সুইফটে লেনদেনের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে মার্কিন ডলার। ফেব্রুয়ারি থেকে দশমিক ৮১ শতাংশীয় পয়েন্ট বেড়ে মার্চে ৪৭ দশমিক ৩৭ শতাংশে পৌঁছেছে, যা ২০২৩ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ লেনদেন। এর পরই রয়েছে ইউরো, পাউন্ড ও ইউয়ানের লেনদেন।

সুইফটের মাধ্যমে পরিচালিত লেনদেনে যুক্তরাজ্যের মুদ্রা পাউন্ডের হিস্যা বেড়ে হয়েছে ৬ দশমিক ৫৭ শতাংশ। এছাড়া চীনা ইউয়ানের মাধ্যমে নিষ্পত্তি বেড়ে ৪ দশমিক ৬৯ শতাংশে পৌঁছেছে।

চীনের উত্থানের কারণে ডলারের পরে বিশ্বব্যাপী মুদ্রাবাজারে দ্বিতীয় অবস্থানে থাকা ইউরো আধিপত্য সম্প্রতি কমে এসেছে। এছাড়া রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্কের অবনতি ও ভারত থেকে ব্রাজিলের মতো উদীয়মান অর্থনীতি কারণে মুদ্রাটির অবস্থান এখন নিম্নমুখী।
বিশ্বের দুই শতাধিক দেশের ১১ হাজার ৫০০-এর বেশি ব্যাংক ও তহবিলকে সংযুক্ত করে প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার লেনদেন হচ্ছে সুইফটের মাধ্যমে। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে গত বছর রাশিয়া থেকে সুইফট প্রত্যাহার করা হয়েছে। দেশটির ব্যাংক খাতের ৮০ শতাংশই এ প্লাটফর্ম থেকে বিচ্ছিন্ন। এ কারণে বৈশ্বিক বাণিজ্য ও অর্থায়নে চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার ও লেনদেনের পরিমাণ বাড়ছে।
এছাড়া সুইফট থেকে আলাদা নিজস্ব আন্তর্জাতিক-পেমেন্ট নেটওয়ার্ক সিআইপিএস তৈরির পর ইউয়ানের ব্যবহার বাড়িয়েছে চীনে। সিআইপিএস শুধু নিষেধাজ্ঞা-বিধ্বস্ত রাশিয়ায় নয়, উদীয়মান অর্থনীতির দেশগুলোয় যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯০ শতাংশ মুদ্রার ডিজিটাল সংস্করণ নিয়ে কাজ চলছে। বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি দিকে সারা বিশ্বে আগ্রহ বাড়ছে। এমন পরিপ্রেক্ষিতে দেশগুলো পিছিয়ে থাকতে চায় না। মূলত প্রযুক্তিগত জটিলতার কারণে সে প্রক্রিয়া স্বয়ংসম্পূর্ণ রূপ নিতে পারেনি। এ লেনদেনের সঙ্গে মানিয়ে নিয়ে ডিজিটাল ব্যবস্থায় মধ্যস্থতার কাজটিও করতে চায় সুইফট। এ বিষয়ে সম্প্রতি উদ্যোগ দিয়েছে প্লাটফর্মটি।
সুইফট শব্দটির অর্থ হলো সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। এ নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো বার্তা অত্যন্ত সুরক্ষিত থাকে। পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে বিশ্বাসযোগ্য নেটওয়ার্ক, যার মাধ্যমে ব্যাংকগুলো অনেক বড় অংকের অর্থ অতিদ্রুত লেনদেন করতে পারে। এ প্লাটফর্মের মাধ্যমে প্রতিদিন ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার লেনদেন হয়।