Strategy অর্থ কৌশল। ফরেক্সে স্ট্রাটেজি শব্দটা খুবই জনপ্রিয়।
প্রত্যেক প্রপিটেবল ট্রেডারের বিভিন্ন পেয়ার/টাইম ফ্রেম ভেদে এক বা একাধিক স্ট্রাটেজি আছে/থাকে।
অর্থাৎ যে কৌশলে আপনি ফরেক্সে এন্ট্রি, এক্সিট /ট্রেড ওপেন/ক্লোজ করবেন সেটাই হচ্ছে স্ট্রাটেজি।
আরো খোলামেলা বলতে গেলে কোন পেয়ারের নির্দিষ্ট টাইম ফ্রেমে নির্দিষ্ট অবস্থা তৈরী হওয়া সাপেক্ষে ট্রেড নেয়ার অথবা না নেয়ার প্রনণতা বা কৌশলকে স্ট্রাটেজি বলে।

স্ট্রাটেজির সুবিধা -
✓আপনার ট্রেড সংখ্যা কমে যাবে। অর্থাৎ আপনাকে দিয়ে ওভার ট্রেডিং হবেনা
✓আত্মবিশ্বাস/স্থিরতা বাড়বে, কারণ আপনার তখন নিজের কৌশলের উপর বিশ্বাস থাকবে, কোন এন্ট্রি এস এল খেলেও আপনি ভেঙ্গে পড়বেন না।
✓অন্যের সিগনালের প্রতি নির্ভরতা কমবে, এতে দিন দিন আপনার ট্রেডিং সিস্টেমের একুরেসি বাড়বে।
✓একই সিস্টেমের চর্চা বারবার করার ফলে ভুলত্রুটি নিরুপণ করা সহজ হবে, এতে ভুল ট্রেড সংখ্যা কমবে।
✓একই সিস্টেমের উপর বারবার নিজের জ্ঞান/অভিজ্ঞতা প্রয়োগের ফলে এর যাবতীয় খুটিনাটি আয়ত্ত করা সহজ হবে।