যেহেতু এই সেকশনে মুক্ত আলোচনা করার কথা৷ফোরামে ট্রেডিং প্রসঙ্গ বাদেও ট্রেডারদের জন্য ব্যাক্তিগত রসালাপ বা আনন্দ,দুঃখ,হাসি-অফটফিক আলাপ চারিতার বিশেষ সুযোগ এখানে দেওয়া হয়েছে৷তাই আসুন এখানে নির্দিধায় সবাই সব কিছু শেয়ার করি৷আমরা অবিবাহিত,বুড়ো,ক্লান্ত ট্রেডারগণ আড্ডা করতে আলাদা কোথায় যাবো এই ফোরাম বাদ দিয়ে৷আমাদের সবারই মন মানষিকতা ও শরীর স্বাস্হ্য সুস্হ রাখার জন্য একে অপরের সাথে পছন্দ অনুযায়ী আন্তরিক প্রেম-ভালোবাসা এবং বিয়ে-সাদীর আলোচনা শেয়ার করতে পারি৷এতে কিছুটা বোরিং হয়তো কমে যেতেও পারে৷আমরা সমাজে প্রায়ই দেখি ডাক্তার পুরুষ ডাক্তার মেয়েকে বিয়ে করছেন,প্রফেসর পুরুষ প্রফেসর মেয়ের সাথে সংসার শুরু করছেন৷স্বামী-স্ত্রী দুজনেই যদি একই পেশায় নিয়োজিত হই তাহলে খুবই ভালো হয়৷আমাদের ফোরামে এখানে বর্তমান সদস্য প্রায় ২৫,০০০ এর কাছাকাছি৷দিন দিনই আরোও বাড়বে৷তাই ভাবছি এখানেই যদি আমরা নতুন-পুরাতন ট্রেডারগণ আমাদের পছন্দ-অপছন্দ,চাহিদা গুলো শেয়ার করে পোষ্ট করি তাহলে মন্দ হয় না৷একদিকে সারা জীবনের সাথী আর অন্যদিকে দুইজন ট্রেডার পাশপাশি বসে,আরো ভালো মজবুত এনালাইসিসের দ্বারা মার্কেট থেকে প্রফিট বের করে আনা,অর্থাৎ আয়-রোজগার দ্বিগুন করা যাবে৷তবে কোনো প্রকার ফান যেন না নয়৷ সিরিয়াসলী বলছি৷:yahoo:

আমি নিজেই পাত্র৷#নাম-আব্দুল্লাহ আল মামুন(মামুন),#বয়স-৩৭+,#শিক্ষা-ফেল করে করে বি.এস.সি(প্রায় সবটাই নকল করে/বই দেখে পরীক্ষা দিয়েছি৷এখন অবশ্য আফসোস করি),#ঠিকানা-ময়মনসিংহ শহর,#গায়ের চামড়া-পরিষ্কার সুন্দর,মশৃণ (মূল্যহীন,যা এখোনোও কোনো কাজে লাগে নাই),#শরীরের আকৃতি-স্লীম ও মাঝারী গড়ন,#উচ্চতা-(কমই) 5 ফুট 4.5 ইঞ্চি হতে পারে,#আর্থিক অবস্হা-একদম নিঃস্ব,একটা পিসিই শুধু এই মূহূর্তে সামনে আছে,একবেলার ভাত ভাগ করে দুই বেলায় খাই,#অভিজ্ঞতা-পেটেভাতে দুই/তিনটা চাকরি করার পর এখন সারে তিন বছর হলো খুব কষ্ট করে ফরেক্স মার্কেটে ট্রেড শিখছি,ট্রেড করছি,মাঝে মাঝে 1/2 ডলার প্রফিটও করি৷এছাড়াও ফিসারীজ ও মাশরুম চাষে অভিজ্ঞতা ছিলো৷তাও সুযোগের অভাবে কাজে লাগাতে পারি নাই৷দীর্ঘ সময় ধরে নিয়মিত চরম কষ্টের সাথে অতিবাহিত করার পর এখন মনে হচ্ছে ফরেক্স মার্কেটই আমার সারা জীবনের কাংখিত পেশা৷#আমি অবিবাহিত৷
#পাত্রীর যোগ্যতা-পাত্রী অবশ্যই শিক্ষিত ও ফরেক্স ব্যাবসায় আগ্রহী হতে হবে৷:rules:
#ই-মেইল- abdullaham31@gmail.com, #স্কাইফি - almamun1311

নো ফান,নো মজা,সবই সত্য বলছি৷আমাদের জীবনগুলো খুবই ক্ষণস্হায়ী কিন্তু চরম সত্য৷এই সত্যের জন্যই জীবন আর সুস্হ জিবনের জন্যই সত্যকে ধারণ করা উচিৎ৷:dance: