ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপানার প্রথমত প্রয়োজন ইন্টারনেট কানেকশন।
দ্বিতীয়তঃ পিসি, ল্যাপটপ, বা স্মার্টফোন ফোন। হাঁ মোবাইল ফোনেই আপনি কাজ করতে পারবেন এই বৃহৎ মার্কেটপ্লেসে। ফরেক্স মার্কেটে কাজ শুরু করার প্রক্রিয়ায় ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ব্রোকার এর সাহায্য নিতে হবে। ব্রোকার একাউন্ট ছাড়া আপনি ফরেক্স মার্কেটে প্রবেশ করতে পারবেন না । Deposit, Withdraw, Transfer ইত্যাদি সব করতে হয় ব্রোকারের অধীনে, আর ট্রেড বা মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় মার্কেটে।