ফরেক্স শিখতে হলে নিয়ম গুলো যদি অনুসরন করেন তাহলে আপনি ফরেক্স শিখতে পারবেন। যদিও এত সহজ নয় তারপরও চেষ্টা করতে করতে এক সময় আপনি সফল হবেন আশা রাখি। প্রথম ইন্টারনেটে সার্চ করে বাংলা বা ইংলিশ একটি সাইড নিয়ে সেটায় পড়াশুনা করতে শুরু করবেন সাথে নোট করবেন গুরুত্ব পূর্ন অংশ গুলো। সাথে ফরেক্স বাংলা ফোরাম প্রতিদিন স্টাডি করবেন বিভিন্ন বাস্তব সম্মত জ্ঞানের জন্য। এই প্রক্রিয়ায় স্টাডি করতে হবে অন্তুত ৩মাস তারপর একটি ডেমো একাউন্ট খুলবেন এবং ট্রেড করা শুরু করবেন। তবে ডেমো একাউন্ট খুলতে হবে ছোট এমাউন্ট অর্থাত ১০০ ডলারের এবং যখন ট্রেড করবেন চেষ্টা করবেন নিয়মতান্ত্রিক ভাবে ট্রেড করতে, যেমন মানিম্যানেজমেন্ট , স্টপলস ট্রেক প্রফিট ইত্যাদি সব ব্যবহার করা চেষ্ঠা করবেন। অর্থাত আপনি যদি ১০০ ডলারের একাউন্ট হয় তাহলে ১% যদি রিস্ক নেন তাহলে আপনার লট সাইজ হবে ০.০১ এখন দেখতে হবে কতদিন এই ১০০ ডলার কে ধরে রাখতে পারেন যতবেশী দিন ধরে রাখতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল। আর ডেমো ট্রেড করার সাথে স্টাডি করতে থাকবেন, ভিডিও দেখবেন ই্উটিউব থেকে আপনার ট্রেডিং সিস্টেম এর জন্য যখন একটি ট্রেডিং সিস্টেম অনুসরন করে নিয়মিত লাভ করতে থাকবেন তখন আপনি রিয়েল ট্রেড করতে পারেন। তবে রিয়েল ট্রেড এর সাথে ডেমো চালিয়ে যেতে হবে অন্তত ২/৩ বছর তাহলে আপনি একজন অভিজ্ঞ ট্রেডার হতে পারবেন। যদি ২/৩ বছর ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারেন তাহলে আপনাকে আর কিছু বলতে হবে না আপনি নিজেই সব কিছু বুঝতে পারবেন।