আমরা সবাই কম বেশি জানি যে, একটা কারেন্সি কিন্তু হটাৎ করেই দুর্বল হয়ে যায় না বা শক্তিশালী হয়ে যায় না... যেমন আমি উদাহরণ হিসেবে eurusd pair এর কথা বলি... euro বা usd কিন্তু হটাৎ করেই huge strong or weak হয় না... এটা এজন্য বলেছি আমরা যদি প্রাইস এ্যাকশন ও চার্ট দেখি তাহলে কিন্তু সেটাই দেখব... আমি বলতে চাচ্ছি একটা দেশের economy suddenly fall করে না বা huge strong ও হয় না... তবে high impact news বা others fundamental factors এ ওই currency বেশ strong or weak হতে পারে... সেটা যাই হোক না তা অবশ্যই technically major or minor support & resistance level গুলো অনুসারে price এর action হবে মানে uptrend or downtrend or bullish or bearish হবে...

suppose, eurusd strong resistance 1.1250 & strong support 1.1200... আর এই পেয়ার টি বর্তমানে bullish or uptrend market day chart অনুসারে... এখন, euro session এ eurusd price 1.1220 থেকে 1.1225/30 এর মধ্যে up & down like mini side way range এ আছে এর পর bd time দুপুর ১২ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে বেশ কিছু high, medium & low impact eur news publish হলো কিন্তু result mixed আসল মানে কিছু নিউজ খারাপ (red) কিছু ভাল (green) আর কিছু unchanged (black) আসলো... এতে প্রাইস maximum high 1.1240 পর্যন্ত গেল আর maximum low 1.1215 পর্যন্ত গেল... কিন্তু strong বা major resistance 1.1250 or strong বা major support 1.1200 কোনোটায় touch বা test or break করতে পারেনি... এর কারন কি? এটার কারন হলো usd session এ usd এর high impact কিছু news আছে...

এখন ওই নিউজ গুলো publish এর আগে ওই নিউজগুলো কে কেন্দ্র করে eurusd pair এর price একটা range এর মধ্যে up & down করতে লাগল like 1.1240 থেকে 1.1230 এর মধ্যে like sideway range...then usd high impact news গুলো publish হলো আর result সব গুলোয় good or green আসলো then price major support 1.1200 break করে 1.1180/70 এ গেল অথবা result সব গুলোয় bad or red আসলো then price major resistance 1.1250 break করে 1.1270/80 তে গেল... অথবা news গুলো mixed আসলো মানে কিছু ভাল কিছু খারাপ আবার কিছু unchanged আসলো তাহলে price ওই major resistance or support কিন্তু break করবে না বরং test/retest করতে পারে বা একটা range এর মধ্যে up & down করবে ততক্ষন পর্যন্ত যতক্ষন fundamentally strong কোন event or speech or news or other factors eur বা usd এর পক্ষে বা বিপক্ষে না যাচ্ছে....

এই হলো fundamentally news এর সাথে price এর action...আমি এখানে example হিসেবে eurusd pair এর কথা বলেছি but এই fundamental news এর সাথে price এর action বাকী সব পেয়ার এর বেলাতেও প্রযোজ্য