আমাদের পক্ষে আমাদের অতীতকে কিন্তু ভুলে থাকা কুন ক্রমে সম্ভব নয়। জীবনের প্রতিটি স্টেপে আমাদের অতীতকে সাথে নিয়েই চলতে হয়। ফরেক্স এর বেলায় ও তা অনুরুপ। এখানে আমরা ফরেক্স এর অতিত ইতিহাস ফেলে রেখে সামনে এগিয়ে যেতে পারব না। বিশেষত ফরেক্স মার্কেটিং এর বেলায় যখন আমরা ট্রেড করি। আমরা ট্রেড করার ক্ষেত্রে তার অতীত কে ফলো করতে হয় এবং তা থেকেই পরবর্তী সিদ্দান্ত নিতে হয়।মাঝে মাঝে আমাদের ট্রেডে কিছু ভুল হয় কারন আমরা কখোনোই আমদের ট্রেডের ইতিহাস দেখি না এবং তার উপর প্রাকটিস করি না যার কারনে আমরা আমাদের কিছু লস করে থাকি । আমি এর সাথে এক মত যে মাঝে মধ্যে ইতিহসের পুনরাবৃতি হয়ে তাকে ।অনেক সময় মার্কেট উপরে গেলেও মৃার্কেট তার অবস্থানে ফিরে আসে।