ফরেক্স মার্কেটে মার্জিন লেভেল ৩৫% এর নিচে নেমে যায় তখন ট্রেড অটো ক্লোস হয়ে যায় । তাই ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে মার্জিন লেভেল সম্পর্কে ভাল অভিজ্ঞ হতে হবে । মার্জিন লেভেল যদি ৩৫% এর নিচে নেমে যায় তাহলে ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে ।যখন পুঁজি ডিপোজিট করি তখন একাউন্টের ব্যালেন্স,ইকুইটি ও মার্জিন লেভেল ইত্যাদি সবকিছু সমান সমান থাকবে৷কিন্তু যখনই আপনি ট্রেডে এন্ট্রী করে দিবেন তখনই দেখতে পারবেন এই মার্জিনের তারতম্য শুরু হয়েছে৷ট্রেড যদি প্রফিটের দিকে যায় তাহলে মার্জিন লেভেল বৃদ্ধি পাবে আর যদি লসের দিকে যায় তাহলে মার্জিন লেভেল কমতে থাকবে৷লস খুব বেশীর দিকে গেলে এই মার্জিন লেভেলও একসময় 100% মাইনাসে চলে যাবে এবং একটি মার্জিন কল নামের সতর্ক সংকেত দিয়ে একাউন্ট জিরো করে দিবে৷ফরেক্স মার্কেটে ব্যবসা করে সফল হতে হলে মার্জিন লেভেল সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। ফরেক্স মার্কেটে মার্জিন লেভেল অনেক গুরুত্বপূর্ন। মার্জিন লেভেল-ইকুমেন্ট মার্জিন দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুন করলে মার্জিন লেভেল পাওয়া যায়। যখন ফরেক্স মার্কেটে মার্জিন লেভেল ৩৫% এর নিচে নেমে যায় তখন ট্রেড অটো ক্লোস হয়ে যায়। তাই ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হলে মার্জিন লেভেল সম্পর্কে ভাল অভিজ্ঞ হতে হবে।